তথ্যপ্রযুক্তি নিয়ে যারা লেখাপড়া করছে, তারা লেখাপড়া শেষ করার পর যখন কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন একটি অদ্ভুত ব্যাপার লক্ষ করা যায়। কেউ কেউ গ্র্যাজুয়েশন করার পরপরই গুগল, ফেসবুক, মাইক্রোসফট-এর মতো কোম্পানীতে চাকরি পেয়ে যায়, কেউ কেউ দেশের ভেতরের নামকরা প্রতিষ্ঠানে চাকরি পায়, কেউ কেউ কোনোরকম একটি চাকরি জোগাড় করে, আবার অনেকেই একটি ছোটখাটো চাকরি জোগাড় করতেও ব্যার্থ হয়।
ব্যাপারটি এমন নয় যে, ভালো সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর আর প্রোগ্রামার দরকার নেই। আসলে যারা পাশ করে বেরোয়, তাদের কেউ কেউ প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ থাকে, কেউ কেউ মোটামুটি দক্ষ, আবার কেউবা তেমন কিছুই পারে না। আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ জোটাতে হলে, কেবল সার্টিফিকেট থাকলেই হবে না, সেই সঙ্গে প্রোগ্রামিং দক্ষতাও থাকতে হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষক কিংবা সিনিয়র শিক্ষার্থীদের কাছে যায় বিভিন্ন পরামর্শের জন্য, নানা জন বুঝে বা না বুঝে নানা পরামর্শ দেন, যা বেশিরভাগ সময়ই শিক্ষার্থীদের জন্য উপকারি তো হয়ই না, বরং অপকার বয়ে আনে ।
তাই এই বইতে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বার জন তথ্যপ্রযুক্তিবিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেন শিক্ষার্থীরা তাদের কথা থেকে অনুপ্রেরণা পায়, সঠিক দিকনির্দেশনা পায়। তথ্যপ্রযুক্তির জগতে আমাদের এগিয়ে যেতে হলে চাই সঠিক দিকনির্দেশনা আর নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
0 Review(s) for প্রোগ্রামিং ক্যারিয়ার গাইড লাইন : এক ডজন প্রোগ্রামারের কথা